কিভাবে ব্যবসা পেতে পারি?
বর্তমান সময়ে ঋণ পাওয়া কঠিন একটি কাজ, সুদের এই যুগে ঋণ কথা মুখে আনাও অপরাধ। আমরা এমনই এক সময়ে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে যে কোন পণ্য কিনে অল্প লাভে আপনার কাছে বিক্রি করতে প্রস্তুত আছি।
আমা পুরো ব্যবসা ব্যবস্থাটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, এদের মাঝে কিছু পার্থ্যক্য রয়েছে।
ক। অতি ক্ষুদ্র ব্যবসা (১০-৪৯ হাজার)
খ। ক্ষুদ্র ব্যবসা (৫০-৯৯ হাজার)
গ। বৃহৎ ব্যবসা (১ লাখ+)
কত টাকার পণ্য নিতে পারবেন?
- আপনার সঞ্চয়ের সমপরিমান টাকা আপনি ব্যবসায় নিতে পারবেন,
- যদি আপনি পূর্বে একটি সফল ব্যবসা সম্পাদন করে থাকেন তাহলে সর্বোচ্চ ৪০ হাজার টাকার আবেদন করতে পারবেন,
- যদি অন্য কোন ব্যক্তির জামানত গ্রহন করতে পারেন, তাহলে তার সমপরিমান ব্যবসায়ী আবেদন করতে পারবেন, অর্থাৎ ৪০ আরও ৪০ মোট ৮০ হাজার টাকার আবেদন করতে পারবেন।
- যদি কোন স্থায়ী কমিতির সদস্য জামানত গ্রহন করে তাহলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ব্যবসায়ী আবেদন গ্রহন করা হতে পারে।
- তবে সর্বশেষ সিদ্ধান্ত সমিতিই গ্রহন করবে। এবং সেই সিদ্ধান্তে আপনার এতমত হতে হবে।
ব্যবসা নেওয়ার শর্ত সমুহ-
- সমিতিতে নূন্যতম ৬ মাস মেয়াদী একটি সচল একাউন্ট থাকতে হবে।
- চাহিদার সমপরিমাণ সঞ্চয় থাকতে হবে।
- সমিতিতে সচল একাউন্ট বিশিষ্ট একজন জামিনদার থাকতে হবে।
- পুর্বের কোনো লেনদেন বাকি থাকতে পারবে না।
- দুই কপি ছবি ও NID ফটোকপি লাগবে।
- ৩০ হাজারের বেশি হলে স্ট্যাম্পের মাধ্যমে নিতে হবে।
- টাকা নেওয়া ও দেওয়ার ক্ষেত্রে ব্যাংক একাউন্ট অপরিহার্য।
- টাকা লেনদেনের খরচ সমিতি বহন করিবে, তবে ব্যাংক ব্যতিত অন্য কোন মাধ্যমে লেনদেন আবশ্যকীয় হলে সেই খরচ সদস্য বহন করিবে।
- যেই পন্যের ব্যবসার জন্য আবেদন করবে সেই পন্যই ক্রয় করতে হবে, অন্যকোন পন্য ক্রয় করা যাবে না।
- টাকা নিয়ে পন্য ক্রয় করে এক ৭ দিনের মধ্যে চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় টাকা ফেরত দিতে হবে।
- চুক্তি সম্পাদন হওয়ার এক মাস পর থেকেই কিস্তি পরিশোধ করা শুরু করিতে হইবে।
- সর্বপরি ১০০% হালাল ব্যবসা করার মনমানসিকতা থাকতে হবে এবং চেষ্টাও করতে হবে।
আবেদন করব কোথায়
- আমাদের সমিতির সাপোর্টে যোগাযোগ করতে পারেন,
- হুয়াটসএপে যোগাযোগ করে আবেদ করতে পারেন,
- ম্যাসেঞ্জারে যোগাযোগ করে আবেনদ কর তে পারেন