কমন প্রশ্ন ও আমাদের উত্তর
এটি একটি ইসলামিক অর্থনৈতিক প্রতিষ্ঠান।
আমাদের প্রধান কাজ দুটি,
ক। অর্থ গ্রহন করা ও ব্যবসায়ী লাভসহ ফেরত দেয়া
খ। গৃহীত অর্থ দিয়ে ব্যবসা করা।
আমাদের এখানে রয়েছে, মুদারাবা, মুরাবাহা, মুশারাকা বা শেয়ার ভিত্তিক ব্যবসা সহ হালাল পন্থায় পরিচালিত আরও বিভিন্ন ব্যবসা।
হ্যাঁ, অবশ্যই দেব। তবে তার জন্য আপনাকে অল্প কিছু ফরমালিটিজ পারি দিতে হবে। যেমন, সদস্য হওয়া।
আমরা কোন ফিক্সড পার্সেন্টে লাভ দেই না। কারণ আমরা আপনার টাকা নিয়ে ব্যবসা করি। আপনার টাকার ব্যবসায় আগামীমাসে কত লাভ হবে তা আমাদের জানা নেই। তাই আমরা প্রতি মাসে হিসেব করে তারপর লভ্যাংশ প্রকাশ করে থাকি। যা গত ১৪ বছরের অভিজ্ঞতায় আমরা প্রতি মাসে ৫% থেকে ২০% পর্যন্ত দেখেছি।
আমাদের অফিসে আসুন, আমাদের ইতিপূর্বের কার্যক্রম দেখুন, সরকারী রেজি: স্বীকৃতি দেখুন, আমাদের সাথে কথা বলুন। ভালো লাগলে তবেই কেবল সদস্য হোন।
ক। শতাধিক সদস্যের একটি প্লাটফর্ম রয়েছে, যাদের সাথে গত একযুগে আমরা প্রায় তিন শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী লেনদেন করেছি।
খ। আমাদের ইনভেস্টমেনে একটি প্রাইভেট এজুকেশন প্রতিষ্ঠান চলছে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী নিয়ে।
গ। গত এক যুগে আমাদের সদস্যদের প্রয়োজনে প্রায় ১২টি বাড়ি করা হয়েছে আমাদের অর্থায়নে।
ঙ। এছাড়াও আমাদের ডেভেলমেন্ট কোম্পানীর রেজিস্ট্রেশন প্রক্রীয়াধীন রয়েছে। যা ২০২৫ এর মাঝেই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
আমরা কয়েকজন আলেম ও দ্বীনদার মানুষ যাদের পরিচয় আপনি About Us পেইজে পাবেন।
সুদমুক্ত অর্থ ব্যবস্থা। আরও বিস্তারিত জানতে আপনি About Us পেইজে “আমরা কেন” চ্যাপ্টারটি পড়তে পারেন।
শতভাগ নিশ্চিত যে আমরা সঞ্চয়কারীদেরকে হালাল লভ্যাংশ প্রদান করছি। এর জন্য আমাদের রয়েছে বিশাল ব্যবস্থাপনা।
ক। আমাদের পরিচালানা কমিটির সবাই আলেম, মুফতি ও দ্বীনদার।
খ। ৩ সদস্য বিশিষ্ট একটি শরিয়াহ বোর্ড রয়েছে যেখান থেকে অনুমোদন ব্যতিত কোন ব্যবসা সম্পন্ন হতে পারে না।
গ। “দারুর ঈমান ইসলামিক রিসার্চ সেন্টার” থেকে অনুমোদিত নীতিমালা ও টার্মস-কন্ডিশনে পরিচালিত হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান।